গাউসিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)’র ৩১তম চান্দ্রবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আজ সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে অনুষ্ঠিত হবে। সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাযী মুঈনউদ্দিন আশরাফী। মুখ্য আলোচক থাকবেন আনজুমান এডুকেশন ম্যানেজম্যান্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ আলোচক থাকবেন সৈয়দবাড়ি দরবারের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা। প্রেস বিজ্ঞপ্তি।












