কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৩:২৪ অপরাহ্ণ

কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর ‘ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বড়উঠান এলাকার একটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে কর্ণফুলী জামায়াতে ইসলামী। উপজেলা সভাপতি মাস্টার মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনচট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল হক্কানি, চট্টগ্রাম জেলা পশ্চিম শিবির সভাপতি আবদুর রহিম, আনোয়ারা উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলা শিবির সভাপতি আমিনুল ইসলাম মকুল, উপজেলা নায়েবে আমীর মাহবুবুল আলম, ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. ইলিয়াস মেম্বার, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. মোবিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, যুব বিভাগের সভাপতি এডভোকেট মো. হারুন, সেক্রেটারি মো. আলমগীর, ইউনিয়ন সভাপতি মোস্তফা আলমাহমুদ ইমরুজ, মো. মুছা মেম্বার, জিয়া উদ্দিন, নুরুল আক্কাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল
পরবর্তী নিবন্ধচুনতি শাহ সাহেব কেবলার প্রতিষ্ঠিত সীরত ইসলাম প্রচারে অনন্য