বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরায় সাকিবের সমালোচনায় বন্ড

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। হুট করে দেশে ফেরায় অনেকের কাছেই সমালোচিত হয়েছেন তিনি। বাদ যাননি নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ডও। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল কিভাবে উন্নতি করবে, কিভাবে টেবিলের ওপরের দিকে আসবে। এসব কিছু চিন্তা না করে অধিনায়ক হুট করেই ফিরলেন দেশে। বিষয়টিকে ভালোভাবে দেখছেন না শেন বন্ড। ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে সাবেক এই কিউই পেসার এই ব্যাপারে বলেন, ‘এটা ভালো কিছু নয়। মাঠের বাইরে নেতৃত্বের কথা যদি বলি, এটা খুব ভালো উদাহরণ নয়। দল এখনও অনুশীলন করছে, অনেক ধরনের কথা হচ্ছে; কিভাবে টুর্নামেন্টে টিকে থাকা যায়, এমন সময় দল ছেড়ে দেশে যাওয়ার কোনো মানে হয় না। ’ এদিকে দেশে আসার কারণ হিসেবে সাকিবের একা অনুশীলনের কথা জানা গেছে। এই বিষয়টিও ভালো মনে করেননি বন্ড। তিনি জানান কোচকে কেন উড়িয়ে নেওয়া হলো না? সাবেক এই কিউই পেসার বলেন, ‘আপনি নিশ্চয়ই স্কোয়াডের ১৫ জনকেই এ সময়ে দেশে যেতে দেবেন না। আপনি আপনার কোচকে কেন ক্যাম্পে নিয়ে এলেন না?’

পূর্ববর্তী নিবন্ধনিজেদের সৌভাগ্যবান মনে করছেন বাভুমা
পরবর্তী নিবন্ধএটাই আমার শেষ বিশ্বকাপ : মাহমুদউল্লাহ