৭ জানুয়ারির ভোটে আওয়ামী লীগের খরচ পৌনে ৩ কোটি টাকা

| মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পোস্টার, জনসভাসহ প্রচারের নানা খাতে দ্বাদশ সংসদ নির্বাচনে আড়াই শতাধিক প্রার্থীর পেছনে আওয়ামী লীগ ব্যয় দেখিয়েছে পৌনে তিন কোটি টাকা। নির্বাচনের দুই মাস পর গতকাল সোমবার নির্বাচন কমিশনে এই ব্যয় বিবরণী জমা দিয়েছে দলটি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিল। এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলটি খরচ দেখিয়েছিল ১ কোটি ৫ লাখ টাকা। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের মাঝে নুরুল ইসলাম ফাউন্ডেশনের রিকশা ও ভ্যান গাড়ি বিতরণ
পরবর্তী নিবন্ধসুন্নিয়ত প্রচারে আল্লামা আজিজুল হক আলকাদেরীর (রহ.) অবদান অনস্বীকার্য