৫৭ হাজার টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়

পাহাড়তলী বাজারে চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় এবং ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ৮৩ হাজার ৮৫৫ টাকা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী জানান, রাজস্ব সার্কেল-৬ এর আওতাধীন পাহাড়তলী বাজারে পরিচালিত অভিযানে ১৩টি ট্রেড লাইসেন্সের বকেয়া ফি বাবদ ৫৭ হাজার ৮৫৫ টাকা আদায় করা হয়।

এ সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকি ও দোকানের মালামাল রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তাদের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ফিন্যানসিয়াল এইড বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধজাতীয় তরুণ গবেষক সম্মেলনে প্রিমিয়ার ইউনিভার্সিটি রানার্সআপ