১৬শ’ টন গম নিয়ে লাইটারেজ জাহাজ ডুবি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

প্রায় ৭ কোটি টাকার গম বোঝাই এমভি তামিম নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গতকাল বুধবার বিকেল ৩টা নাগাদ বঙ্গোপসাগরের ভাসানচরের আগে তেইল্যার চর এলাকায় জাহাজটি ডুবে যায়। জাহাজের ১২ নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে। জাহাজটিতে ১৬শ’ টন আমদানিকৃত গম ছিল। স্থানীয় সূত্র জানিয়েছে, রাজশাহীর মেসার্স নাবিল অটো ফ্লাওয়ার মিলের আমদানিকৃত ৬ কোটি ৬৪ লাখ টাকা দামের ১৬শ’ টন গম নিয়ে এমভি তামিম নামের লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম থেকে কাঁচপুর যাচ্ছিল। বন্দরের বহির্নোঙরে অবস্থানকারী এমভি প্রোফেল গ্রেজ নামের জাহাজ থেকে উক্ত ১৬শ’ টন গম খালাস করা হয়েছিল। জাহাজটি তেইল্যার চরের কাছাকাছি পৌঁছলে ডুবন্ত কোনো কিছুর সাথে ধাক্কা খায়। এতে জাহাজটির সামনের হ্যাজ ফেটে যায়। হ্যাজের ভিতরে পানি ঢুকে জাহাজটি ভারসাম্য হারিয়ে ডুবতে শুরু করে। অল্পক্ষণের মধ্যে জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস। সমতা শিপিং এর কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন জানান, জাহাজটি পানির নিচের অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে জাহাজটির একটি হ্যাজ ফেটে যায়। পরবর্তীতে তিনটি হ্যাজেই পানি ঢুকে। ভারসাম্য হারিয়ে জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। জাহাজের ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে বলেও মোহাম্মদ জামাল হোসেন জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বেড়াতে এসে অতিরিক্ত মদ্যপানে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচাক্তাইয়ে দুই ঘণ্টা দোকান বন্ধ রেখে প্রতিবাদ