চট্টগ্রামের সাতকানিয়ার এনি আক্তার একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তিন মেয়ে ও দুই ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে স্বাভাবিক জটিলতা নিয়েই সন্তানদের পৃথিবীর মুখ দেখান তিনি। জন্মের পর নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা এনআইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর টানা দশ বছর নিঃসন্তান ছিলেন এনি আক্তার ও তার স্বামী। বহু চিকিৎসা নেওয়ার পরও সন্তান লাভ সম্ভব না হওয়ায় দম্পতি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে ‘ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন’ (আইইউআই) পদ্ধতি গ্রহণ করেন তারা। যার সফল ফলেই এনি আক্তার গর্ভধারণ করেন।
রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, দম্পতির মানসিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক, এমনকি সংসার টিকিয়ে রাখা নিয়েও উদ্বেগ ছিল। চিকিৎসার সফলতার মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম তাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে বড় উপহার বলে মন্তব্য করেন তিনি। এনি আক্তার বর্তমানে সুস্থ আছেন।
চিকিৎসকরা জানান, পাঁচ নবজাতকের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম। অন্য দুই শিশুর ওজন কিছুটা কম হওয়ায় তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা শিশুদের নিবিড় পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হবে।
এদিকে, সাতকানিয়ার ক্ষুদ্র ব্যবসায়ী এনি আক্তারের স্বামী জানান, দীর্ঘদিনের চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তাদের পরিবার আর্থিকভাবে চাপে পড়েছিল। তবে পাঁচটি সন্তানকে দেখে সব কষ্টই ভুলে গেছেন তারা ও পরিবারের সদস্যরা।












