হেমন্তের রূপ

সোমা মুৎসুদ্দী | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

সবুজ পাতার দোদুল দোলে

হেমন্ত আজ আসে

সবুজ মাঠে ঢেউ খেলিয়ে

ফসলগুলো হাসে।

কৃষক ছোটে মাঠের পানে

দেখতে নতুন ধান

কৃষাণ বধূর মনের মাঝে

হেমন্তেরই গান।

সোনা রোদে আলোর আভা

বিকেলবেলার মাঠে

দলে দলে যায় হাটুরে

করতে সদাই হাটে।

হেমন্ত রূপ ছড়িয়ে যায়

বাংলাদেশের বুকে

ফুল পাখিদের গানে গানে

কাটছে বেলা সুখে।

পূর্ববর্তী নিবন্ধদেশের ছবি
পরবর্তী নিবন্ধফুল ফুটছে