দেশের ছবি

আলমগীর কবির | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

ঘাসের কানে দোল খেয়ে যায় দুল শিশিরের,

রোদের পরশ পেয়ে ঝরে ফুল শিশিরের।

রোদের আদর প্রজাপতি মাখে ডানায়,

রোদ মিঠে তাই উড়ার স্বপ্ন আঁকে ডানায়।

মাঠ থেকে আজ ভেসে আসে গান চাষিদের,

খুশির আলোয় যায় ভরে যায় প্রাণ চাষিদের।

ঝিলমিলিয়ে সকাল হাসে ধানের গন্ধে,

ধানশালিকের দল নেচে যায় প্রাণের ছন্দে।

সবুজ মায়ায় আকাশ নামে দূরের গাঁয়ে,

মন ভেসে যায় কোন অজানায় সুরের নায়ে।

সুর তুলে যায় পথে বাউল বেশের কবি,

এই তো আমার প্রাণ জুড়ানো দেশের ছবি।

পূর্ববর্তী নিবন্ধআগাম শীতের বার্তা নিয়ে
পরবর্তী নিবন্ধহেমন্তের রূপ