ফুল ফুটছে

দীপক বড়ুয়া | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

জুঁই ফুটছে বেলী ফুটছে

ফুটছে চাঁপা ফুল ও,

ঠিক দুপুরে ফুল ছিঁড়ে কেউ

করবে নাতো ভুল ও!

থির দুপুরে ঘুমায় ওরা

সঙ্গে মা আর বোন ও,

হাওয়ায় দোলে, দোলে ওমা

নাচ্ছে ফুলের মন ও!

ঘুম ভাঙলো সূর্যি মামার

হয় তখনি ভোর ও,

খোকন সোনার মা খুলে দেয়

বদ্ধ ঘরের দোর ও!

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের রূপ
পরবর্তী নিবন্ধআনন্দ-ঝুমঝুমি