আনন্দ-ঝুমঝুমি

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

প্রজাপতি উড়ে এসে

বসলো খুকুর চুলে

বললো চুপি, আজকে তুমি

যেয়োনা ইশকুলে।

আজ সারাদিন তোমার সাথে

করবো নাচানাচি

তোমার প্রিয় বন্ধু হয়ে

থাকবো কাছাকাছি।

ফুলের পরাগ মেখে দেবো

তোমার কচি ঠোঁটে

ফুলের মধু চাখতে দেবো

ফুলরা যখন ফোটে।

আজ সারাদিন থাকবো স্বাধীন

দুজন আমি তুমি

বাজবে বুকে রিনিকঝিনিক

আনন্দঝুমঝুমি।

পূর্ববর্তী নিবন্ধফুল ফুটছে
পরবর্তী নিবন্ধভুল বোঝাবুঝি