হাশেম-জিয়া-শিবলী প্যানেলের সমর্থনে সমন্বয় পরিষদের সভা

জেলা আইনজীবী সমিতির নির্বাচন

| বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

 

আসন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে হাশেমজিয়াশিবলী প্যানেলের সমর্থনে আইনজীবী অডিটরিয়ামে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আইয়ুব খান এবং সভা পরিচালনায় ছিলেন সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আবদুল আল মামুন। বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিল এডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক, মাহবুব উদ্দিন আহমদ, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আবু মোহাম্মদ হাশেম, মো. হুমায়ন আক্তার মোস্তাক, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, নুরুল আলম চৌধুরী, এম এ নাসের চৌধুরী, মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, কাজী মুহাম্মদ নজমুল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী, দিনমনি দে, সুস্বপন বিশ্বাস, জহির উদ্দিন মাহমুদ, সামশুল আলম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবীত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আজ ঐক্যবদ্ধ ও সুদৃঢ়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত হাশেমজিয়াশিবলী প্যানেলকে আসন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সমন্বয়ের নেতৃবৃন্দ আইনজীবীদের নিকট আহ্বান জানান। স্টিয়ারিং কমিটি সর্বসম্মতিক্রমে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদে এ এইচ এম জিয়াউদ্দিন, সিনিয়র সহসভাপতি পদে মো. সেকান্দর চৌধুরী, সহ সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ উদ্দীন হায়দার, সহসাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক শিবলী, অর্থ সম্পাদক পদে এম. সালাহউদ্দিন মনসুর চৌধুরী রিমু, পাঠাগার সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে তানজিলা মান্নান যুথী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মেজবাহ উদ্দিন দোয়েল, নির্বাহী সদস্য পদে এ এন এম. রোকনুজ্জামান মুন্না, মনজুর আলম, সেলিনা আকতার, রানা মিত্র, শ্যামল চৌধুরী, জিয়াবুল আলম, মো. খোরশেদ আলম, মো. ফরিদুল আলম, মো. খোরশেদ কামাল, সাজেদা বেগম সাজুকে মনোনয়ন দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংসদের লোকেরা আমার ওপর হামলা চালিয়েছে
পরবর্তী নিবন্ধবাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে