হালদা আমার

ফারুক হাসান | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

হালদা আমার গাঁয়ের নদী, পাড়ে নতুন হাট
তারি পাশে সবুজ-ঘেরা মস্ত খেলার মাঠ।
হালদা আমার গাঁয়ের নদী, মাল্লা মাঝির গান,
গানের সুরে উদাস করে পল্লী বধূর প্রাণ।
হালদা আমার গাঁয়ের নদী, ময়ান মতির চর
নদীর পাড়ে রাখাল ছেলের ছোট্ট কুঁড়ে ঘর।
হালদা আমার গাঁয়ের নদী, সরু আঁকা বাঁকা
অনেক দূরে মিশিয়ে গেল, পাইনা কভু দেখা।
হালদা আমার গাঁয়ের নদী, ভোর সকালের পাখি
দিনে রাতে একলা কেবল তারই ছবি আঁকি।

পূর্ববর্তী নিবন্ধকিশোর ভাবনা
পরবর্তী নিবন্ধআজব গাঁয়ের কথা