হাতছানিতে ডাকে

এয়াকুব সৈয়দ | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

খোকার হাতে লাটাই সুতো
লাল সবুজের ঘুড়ি
ইচ্ছে করে পাখনা মেলে
আকাশ নীলে উড়ি।

তালপাতারই বাঁশির সুরে
বসুন্ধরা নাচে
রূপ অপরূপ মায়ার বাঁধন
হৃদয় টানে কাছে।

মেঘের কোলে রঙের সাঁকো
হাতছানিতে ডাকে
গাঙচিলেরা খেলা করে
নদীর বাঁকে বাঁকে।

শিশির ভেজা দূর্বাঘাসে
স্বপ্ন দু’চোখ মাখা
আলোর মিছিল কাশের বনে
ফুলে ফুলে ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধবাবার কাছে চিঠি
পরবর্তী নিবন্ধবাবা ছাড়া