বাবা ছাড়া

অমিত বড়ুয়া | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

আজ বাবা নেই আছে বাবার ছবি
টাঙানো ওই ঘরের দেয়াল জুড়ে
বাবা ছাড়া বহাল আছে সবই
হারিয়ে গেছে বাবা অনেক দূরে।

বাবা দিলেন সবাইকে খুব ফাঁকি
তাঁকে ছাড়া কাটে না রাত দিন!
বাবা বাবা বলে যতই ডাকি
বাবা যেন দিগন্তে বিলীন।
দূরে কোথাও বাজে করুণ সুর
মর্মরিয়া ওঠে চারিপাশ
হু হু করে আমার অন্ত:পুর
ঘটে গেছে বড্ডো সর্বনাশ।

তাকাই আমি দূরের আকাশ পানে
ডুকরে কাঁদে রাতজাগা এক পাখি
বাবা কোথায় গেছে কে তা জানে
ভোর হতে আর কত সময় বাকি?

বাবা আমায় ডাকবে না আর জানি
মিটাবে না একটি দুটি দাবি
বাবা এখন দূরেরই হাতছানি
হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি।

বাবার মতো নির্ভরতার হাত
কোথায় পাবো অতুল অতল মায়া
করি না আজ যতই প্রাণপাত
কেউ দেবে না বাবার মতো ছায়া।

কখনো কেউ হয় না বাবার মতো
বুঝি এখন প্রতি পলে পলে
হারানো সুর বাজে অবিরত
বুক ভেসে যায় ব্যথার গোপন জলে।

বাবা ছাড়া এইতো বেঁচে আছি
আহা যেন ছিন্ন পালের কাছি।

পূর্ববর্তী নিবন্ধহাতছানিতে ডাকে
পরবর্তী নিবন্ধশুনি বৃষ্টির গান