বাবার কাছে চিঠি

কাব্য কবির | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

আমায় ফাঁকি দিয়ে বাবা কোথায় তুমি গেলে
আর না ফিরে এলে।
টুকটুকে লাল জামা তুমি দিতে আমায় কিনে,
একটা দিনও ভাল্লাগেনা বাবা তোমায় বিনে।
রাতের বেলা তোমার কথা মনে পড়ে রোজ,
মায়ের কাছে সব সময়ই নেই যে তোমার খোঁজ।
তোমার জন্যে হণ্যে হয়ে কাঁদি আমি যখন,
মা যে বুঝায় তখন
তোর বাবা ঐ নীল আকাশের বুকে,
আছে অনেক সুখে।
সেদিন থেকে আকাশপানে চেয়ে আমি থাকি,
বাবা,বলে ডাকি।
কবুতরকে বন্ধু ডাকি,বলি তাকে প্রিয়
আমার লেখা রঙিন চিঠি বাবার কাছে দিও।

পূর্ববর্তী নিবন্ধমেঘমেয়েটা
পরবর্তী নিবন্ধহাতছানিতে ডাকে