হাটহাজারীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ১০:৩৮ অপরাহ্ণ

হাটহাজারীতে ইউএনও’র হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার (২৮ মে) ৩নং মির্জাপুর ইউনিয়নে এ বিয়ে বন্ধ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন জানান, উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর ওবায়দুল্লা নগর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের কথা তিনি আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অবহিত হন।
বিষয়টি অবহিত হয়ে তিনি বিকাল সাড়ে চারটায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্কার্ট কলোনি এলাকার যান।
সেখানে গিয়ে ওই মেয়ের পিতা মো. মনির সওদাগরের সাথে কথা বলে জানতে পারেন তার মেয়ের সাথে একই ইউনিয়নের চারিয়া ৯নং ওয়ার্ডের কচুয়ার পাড়া মৃত ইউনুস মিয়ার পুত্র হাবিবুর রহমানের সাথে কোটে আইনজীবীর দপ্তরে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়েছে।
এ সময় তিনি এ বিয়ে বৈধ নয় বলে বরের বড় ভাই ও কনের বাবাকে বুঝান।
এ বিয়ের কারণে তার মেয়ের সমূহ ক্ষতি হবে। ফলে বর ও কনে পক্ষ বিষয়টি বুঝতে পারে।
তাই ইউএনও বিয়ে বন্ধ করে মেয়ের বয়স ১৮ বছর হলে বিয়ে দেওয়ার ব্যাপারে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।
উল্লেখ্য, ইদানিং হাটহাজারীতে বাল্যবিয়ের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
গত এক সপ্তাহের মধ্যে তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।
বাল্যবিয়ে বন্ধের অভিযানে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান গাজী আলী আহসান ও ইউপি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) আবু তৈয়ব।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীতে ডুবে সিটি কলেজ ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধপথমূকাভিনয় পরিষদ নামে জাতীয় মোর্চা সংগঠন গঠিত