হাটহাজারীতে দুই চেয়ারম্যানসহ ১৪ একক প্রার্থী

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

আসন্ন ৩য় ধাপের ইউপি নির্বাচনে হাটহাজারীর ১৩টি ইউনিয়নের ২টিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে। এছাড়া সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যে একক প্রার্থী রয়েছে আরো ১২ জন। চেয়ারম্যান পদে একক প্রার্থী দুজনের একজন ৮নং মেখল ইউপির বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী অন্যজন ৪নং গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান।
তফসিল ঘোষণার পর অন্যান্য ইউনিয়নের মতোই মেখল ও গুমানমর্দন ইউনিয়নে ৪জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করে। তবে গুমানমর্দন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরম জমা দিলেও অন্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেননি। অপরদিকে মেখল ইউপি চেয়ারম্যান মনোনয়ন পত্র জমা দিলে অন্য প্রার্থীর মনোনয়ন পত্র অসম্পূর্ণ থাকায় তার মনোনয়ন পত্র বাতিল হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আপিল না করায় বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।
সংরক্ষিত সদস্যরা হলেন ফতেপুর ৩ এর নিলুফা ইয়ামিন, নাঙ্গলমোড়া ১ এর ফাতেমা বেগম, গুমানমর্দন ২ এর আয়েশা আমেনা, ৩ এর বিবি ফাতেমা শিল্পী, শিকারপুর ১ এর হোছনে আরা বেগম, ৩ এর কহিনুর আক্তার, দক্ষিণ মার্দাসা ১ এর শামিমা আক্তার।
সাধারণ সদস্যরা হলেন ফতেপুর ২নং ওয়ার্ডের মো. গিয়াস উদ্দীন, ৩নং ওয়ার্ডের মামুনুর রশীদ, গুমানমর্দন ৫নং ওয়ার্ডের মো. নাঈম উদ্দীন, বুড়িশ্চর ৬নং ওয়ার্ডের মো. সেলিম নেওয়াজ রাসেল, গড়দুয়ারা ৩নং ওয়ার্ডের আনিসুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধপরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধপটিয়া ও লোহাগাড়ার চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে