হাটহাজারীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কক্সবাজার জেলার ভূউপরিভাগে সেচ উন্নয়ন প্রকল্পের লক্ষ্যে হাটহাজারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বৃহস্পতিবার কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তিনি এসময় হাটহাজারী উপজেলাধীন ধলই ইউনিয়নে ধুবলা খাল পুনঃখনন, গুমানমর্দন ইউনিয়নে কাটাখালী কুল খাল পুনঃখনন, নাঙ্গলমোড়া ইউনিয়নে কিউসেক এলএলপি সেচ স্কিমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম, চট্টগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আকতার জেনী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মুশিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন শিকদার, উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী, সদস্য শাহনেওয়াজ চৌধুরী, সংসদ সদস্যের একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম, ধলই ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, নাঙ্গলমোড়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশীদ, গড়দুয়ারা ইউপির চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজীবনে রমজান ও কোরআনকে গুরুত্ব দেয়া উচিত
পরবর্তী নিবন্ধবদর দিবসে সালাতু সালাম মাহফিল