হজের খরচ ৩০ শতাংশ কমালো সৌদি আরব

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

চলতি বছর হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি নিয়ে যে নীতি নির্ধারিত ছিল সেটিও সহনশীল করা হয়েছে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

খবরে বলা হয়, করোনা ভাইরাসের কারণে গত তিন বছর ধরে হজ সংক্রান্ত নানা কড়াকড়ি ছিল। এ বছর তা তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া হজ প্যাকেজের মূল্যও ৩০ শতাংশ কমানো হয়েছে।

এ সংক্রান্ত ঘোষণায় সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ জানান, সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে, সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যা নির্ধারিত হবে হজ ক্যাম্পে সেবার মানের ওপর।

ইকোনোমিক হজ প্যাকেজের ৯০ শতাংশ হয়েছে। তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধেরও নিয়ম করা হয়েছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধপতাকাওয়ালা