শীতার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

চকবাজার ওয়ার্ড : জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোড মডেলে পরিণত হয়েছে। এ উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে। শেখ হাসিনার নেতৃত্বে থাকলে এদেশে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র কোন দিন সম্ভব হবে না। তিনি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

তিনি গতকাল মঙ্গলবার জেলা পরিষদের ব্যবস্থাপনায় চকবাজার ওয়ার্ডে অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজু, অ্যাড. নোমান চৌধুরী, নাজিম উদ্দিন, আবুল খায়ের বাচ্চু, অ্যাড. শাকিল আজম, হাজী সেলিম রহমান, মুজিব ইমরান বিপ্লব, সুজন মল্লিক প্রমুখ।

ফেনী জেলা সমিতিচট্টগ্রাম : ফেনী জেলা সমিতিচট্টগ্রামের উদ্যোগে গতকাল বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন যোবায়ের আলম, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, মোমেন রোড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বেলায়েত হোসেন, সহসভাপতি, ফেনী জেলা সমিতিচট্টগ্রাম। সঞ্চালনা করেন জিন্নাহ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মিলন, অ্যাডভোকেট আবদুল হক, এস এম সাইফুল ইসলাম, নুরুল আবছার তৌহিদ, অ্যাডভোকেট মো. জাফর হায়দার, মো. আবদুল গনি, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, মো. মাহমুদুর রহমান, শামীম আহাম্মদ সিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

মোবাশ্বিরা ফাউন্ডেশন : মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে প্রায় পাঁচ শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ব্যবস্থাপনায় এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইকবাল হোসেন। এস এম এ কায়েসের সঞ্চালনায় বক্তব্য দেন, আবদুর রহিম, শহিদুল ইসলাম শহীদ, মোহাম্মদ হোসেন টিটু, বোরহান উদ্দিন, সামশুল হক মানিক, হাসান জাহেদ, আবদুল্লাহ প্রমুখ।

গাউসিয়া আজিজিয়া যুব সংঘ : হাটহাজারী ছিপাতলীস্থ গাউসিয়া আজিজিয়া যুব সংঘের উদ্যোগে এতিম অসহায় দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর পুরাতন টিএন্ডটি রোডস্থ আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ভবনে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া দরবার শরীফের সাজ্জাদানশিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। তিনি বলেন, অসহায় গরিব শীতার্ত দুস্থ মানুষের শীতের কষ্ট লাঘব করা বিত্তবানদের ওপর মানবিক ও নৈতিক দায়িত্ব। কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসিয়া আজিজিয়া যুব সংঘের সভাপতি শাহজাদা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের, পীরজাদা মাওলানা সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানি, মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানি, শাহজাদা আবু রায়হান মুহাম্মদ গোলাম মঈনুদ্দিন, সংঘের সেক্রেটারি হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা শরফুদ্দিন আনসারী, মুহাম্মদ সাহাব উদ্দিন সেলিম, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ ফিরোজ প্রমুখ।

চন্দ্রঘোনা প্রবাসী ঐক্য পরিষদ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, শতাধিক বয়স্কদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করেছে চন্দ্রঘোনা প্রবাসী ঐক্য পরিষদ। সংগঠনটি শুরু থেকে বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখে সমাজে আলো ছড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন আগত অতিথিরা। সোমবার চন্দ্রঘোনা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ আজগর। প্রধান অতিথি ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন। মো. কিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তাফা কামাল, প্রাক্তন ইউপি সদস্য ফজল করিম, প্রবাসী ঐক্য পরিষদের বাংলাদেশে প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

৩৭নং মুনির নগর ওয়ার্ড : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে গতকাল নগরীর ৩৭নং ওয়ার্ড আনন্দবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সালাউদ্দিন বাবরের সভাপতিত্বে ও রকি দাশপর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা নূরনবী পারভেজ, ইমতিয়াজ বাবলা, মো. ইসমাঈল, কাজী মো. আরিফ, সারোয়ার হোসেন নুরুল ইসলাম রাসেল, মো. কায়সার, রেজাউল করিম মামুন, মো. সাজিবুল ইসলাম সজিব, মো. মিজান, মো. এরশাদ, রানা, মোস্তফা মামুন ভূঁইয়া, মাকসুদুর রহমান, সৈয়দ হোসেন, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল হুদা, আজাদ খান, সজীব কান্তি দাশ, মাইনুল হাসান সোহান, সেলিম, কাদের, লাবলু, মহিউদ্দিন, জয় দেব দাশ, প্রান্ত দাশ, হরি দাশ, হৃদয় দাশ প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধহজের খরচ ৩০ শতাংশ কমালো সৌদি আরব