স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে

সাতকানিয়ায় সমাবেশে আমিনুল ইসলাম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেকদূর এগিয়েছে। তলাবিহীন ঝুঁড়ির দেশ এখন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেকধাপ পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়শীল দেশে পরিণত হয়েছে। দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা।

তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের পদ পাওয়ার পর প্রথমবারের মতো গতকাল সকালে নিজ এলাকা সাতকানিয়ালোহাগাড়ায় রেস্টুরেন্ট মাঠে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ, সদস্য আনোয়ার কামাল, আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো মিয়া ফারুক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. . ম সেলিম চৌধুরী প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেনমৃদুল কান্তি দাশ, কাসেম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, তৈয়বুল হক বেদার, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল ইসলাম, মোরশেদ আলম চৌধুরী, অ্যাডভোকেট শাহরিয়ার চৌধুরী, নাঈমুল হক হারুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের রক্তদাতা পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধআজ চিত্রচিন্তার আত্মপ্রকাশ