স্বাস্থ্যবিধি মেনে করোনাতেও অর্থনীতি সচল রেখেছেন গার্মেন্টস মালিকরা

প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:২১ পূর্বাহ্ণ

স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টম্যান্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় চট্টগ্রামের ৫৫টি পোশাক কারখানা প্রতিষ্ঠানের ৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মিড লেভেল কর্মকর্তার হাতে সনদ তুলে দিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল বিকেলে সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ের মাহাবুব আলী হলে এসব সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপমহাপরিদর্শক মো. আল আমীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারীতেও স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা চালু রেখে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন বিজিএমইএসহ পোশাক শিল্প মালিকরা। তিনি এ প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও চালু রেখে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। বিজিএমইএর পরিচালক ও এনজিও’স অ্যান্ড এসইআইপি অ্যাফায়ারস বিষয়ক স্থায়ী কমিটি পরিচালক এনামুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, মিরাজ-ই-মোস্তফা কায়ছার, সাবেক পরিচালক ও ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাইফ উল্লাহ মনসুর। এছাড়াও এনজিও এন্ড এসইআইপি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী, কো-চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, বিজিএমইএর সদস্যবৃন্দ এবং বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের মিড-লেভেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, জেএমএস গ্রুপের এক্সিকিউটিভ অফিসার সায়েরা খাতুন ও এশিয়ান গ্রুপের এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জিয়াউল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলা পিডিজি অনারারী কমিটির সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের কিংবদন্তী