স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি ইসলামী ফ্রন্টের

রাষ্ট্রপতির সাথে সংলাপ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ। গতকাল বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। প্রতিনিধি ছিলেন, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ড. আফজাল হোসাইন, সৈয়দ মসিহুদ্দৌলা, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ ও সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী প্রমুখ। ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কার্যকরী নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রতি দাবি জানান। রাষ্ট্রপতির সাথে আলোচনাকালে নির্বাচন কমিশন পুনর্গঠনে ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে ৪দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়। তারা নির্বাচনকালীন নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের সহযোগিতা নিশ্চিত করা এবং স্বরাষ্ট্র, জনপ্রশাসন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার প্রস্তাব দেন। বঙ্গভবনে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অপরিহার্য। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, এজন্য জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১০ রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ ব্যাচের পুনর্মিলনী