স্বাধীনতার সূর্য

শরণংকর বড়ুয়া | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

সাহস দৃঢ়তার উদ্যমে প্রেরণার

নব সৃষ্টির উন্মাদনায় বিশ্বকে জয় করার

সব কিছু হারানোর বেদনা বিধুর

শোকগাথা ও অনুরণন তোলে মনের গহীন।

সব অবলম্বন বিসর্জন দিয়ে বীর বাঙালি

লড়াই করে ছিনিয়ে এনেছে বিজয়।

অর্জন করেছে ভূখণ্ডে মানচিত্র।

লাল সবুজের প্রিয় পতাকা।

আত্মত্যাগ বাঙালির অস্থিমজ্জার

অংশ হল এই স্বাধীনতা।

হানাদারদের নারকীয় তাণ্ডবে

বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে।

বাংলার দামাল ছেলেরা বর্বরতার বিরুদ্ধে

কলমকে এখনো শানিত রেখেছে।

বর্ষিত বোমার আওয়াজে তারা

আনন্দিত উদ্বেলিত।

অবরুদ্ধ মুক্তির আলোর ছটা মেঘের ফাঁকে

হাসছে স্বাধীনতার লাল সূর্য।

পূর্ববর্তী নিবন্ধমরা বালুচর
পরবর্তী নিবন্ধতোমার শহরেই