তোমার শহরেই

মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

আমি তো তোমার শহরেই

তুমিই ছেড়ে গেছো তোমার নদী, পাহাড়,

সবুজ মায়ার বাঁক, গল্পের পাড়ার মোড়।

এই বসন্ত বিদায়,

কী নিদারুণ ডাকছে তোমায়

ফিরে চাইলেই, সময় সারথি

গলে যাবে আমাদের মাটি, কাদা, সান্ধ্য, আরতি

মিলে যাবে মিশে যাবে আমাদের মিস করে আসা

আরাধ্য চড়ুইভাতি

আমি তো তোমার শহরেই

ঝাপসা চোখে ভোর খুলি, কার্নিশ চড়ুই স্বরেই

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার সূর্য
পরবর্তী নিবন্ধএই পথ চলা