আকাশের মন ভালো না!

মোস্তাফিজুর রহমান | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

আকাশের মন ভালো নেই, না আমার মন ভালো নেই?

দুইয়ের মধ্যে মিল অমিল আছে গাঁথা এক সুতোতেই!

আমার মনের আকাশে বইলে ঝড় ভাঙে যে হৃদয়মন,

আকাশের মন ভাঙলে, সে ক্ষুব্ধ হয়ে উজাড় করে বন!

উপর থেকে তাকালে দেখবে আকাশ ছুঁয়েছে মাটি,

মাটিতে দাঁড়িয়ে দেখ আকাশ, সে কতটা পরিপাটি!

আকাশের মন ভাঙলে কষ্টে সে অঝোর ধারায় কাঁদে,

মানুষ মানুষের মন ভেঙে করে খানখান ফালায় ফাঁদে!

রাতের আকাশে হারিয়ে যাওয়া সূর্য আমায় ডেকে কয়,

আমাকে তোমরা দিওনা হতে রাতের অন্ধকারে ক্ষয়!

আমি দুহাত বাড়াই ধরতে চাই নীলে ভরা নীলাকাশ,

আকাশের উদারতার মাঝে আমি খুঁজি একটু অবকাশ!

পূর্ববর্তী নিবন্ধবিবর্ণ জীবন
পরবর্তী নিবন্ধআমায় ভেবে!