বিবর্ণ জীবন

মনজু আলম | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

চারিদিকে শুনি বিদায়ের ধ্বনি

হাহাকার কান্না।

জানি নাতো কবে থেমে যেতে হবে

পথ চলা আর না!

জীবনের গল্প আছে বাকি অল্প!

কতটা আছে সময়?

কখন প্রদীপখানি নিভে যায় জানি

থেমে যায় তাল লয়।

এ ধারে জীবন ও পাড়ে মরণ

ছোট্ট পরিসর,

পৃথিবী রঙিন নিমেষে মলিন

বিবর্ণ ধুসর!

উঠবে চমকে ক্ষণিক থমকে

যাবে প্রিয়জন যত,

জীবনের ভেলা শুরু হবে ঠেলা

তুমি তো হবে বিগত‘!

এত এত ধন প্রাণের স্বজন

রয়ে যায় ধরাধামে,

সাথে রয় স্মৃতি মায়া আর প্রীতি

তুমি চূড়ান্ত বিশ্রামে!

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতিই ফেরত দেয়
পরবর্তী নিবন্ধআকাশের মন ভালো না!