হিউম্যান ফার্স্ট মুভমেন্টের প্রতিবাদ সমাবেশ

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ফরিদপুরে মিথ্যা অভিযোগে দুই সহোদর হত্যা, শরীয়তপুরে লালনের গান পোস্ট করায় আটক, ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে বিজ্ঞান শিক্ষক আটকসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে হিউম্যান ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর চেরাগী চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহসভাপতি প্রতিমা দাশ। সাংবাদিক কামরুল হাসান বাদল তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল মানুষের ধর্মমত পালন এবং সংস্কৃতিচর্চার অধিকার রয়েছে। অধ্যাপক বাবলা চৌধুরী বলেন, ধর্মের নামে মানুষ হত্যার মতো ভয়াবহ অপরাধ যারা করে তাদের কঠিন শাস্তির দাবি জানাই। লালন শাহ’র গান পোস্ট করায় ধর্ম অনুভূতিতে আঘাতের অভিযোগ রাষ্ট্রের জন্য দুঃখজনক। এছাড়াও বিজ্ঞান শিক্ষককে অন্যায়ভাবে আটক করা প্রশাসনের ব্যর্থতা। আমরা মুক্তমতের স্বাধীনতা চাই। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিনোদিনী বিন্দু, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ, সেলিমা আক্তার পিয়াল, শর্মিষ্ঠা চৌধুরী, উজ্জ্বল সরকার। উপস্থিতি ছিলেন কমল দাশ, শুভাশিস ভট্টাচার্য্য, পুষ্পিতা সেন, রুবেল দে, শান্তা শর্মা, রাহুল নাথ, হৈমন্তী আচার্য্য, ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. হরিপদ দাশ
পরবর্তী নিবন্ধনির্বাচন বর্জনের আহ্বান