এই পথ চলা

মির্জা মোহাম্মদ আলী | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

এই পথ চলা পায়ে হেঁটে চলা নয়

এই পথ চলা অনেক কষ্টের,

এই পথ চলার মাঝে উন্নতি আছে

অবনতিও আছে পথ ভ্রষ্টের।

এই পথ চলা এতো সহজ ভেবো না

এই পথটা জ্বলন্ত আগুনের,

এই পথ চলায় পাবেনা নামনিশানা

জীবনে সেই রঙিন ফাগুনের।

এই পথ চলা শেষ হবে না কখনো

শুধুমাত্র শুরু আছে পথিকের,

এই পথ চলা মৃত্যুর আগ পর্যন্ত

দুর্গম পথে মাস্তুল নাবিকের।

এই পথ চলায় থাকবে না সান্ত্বনা

কখনো কোনো আত্মীয় স্বজনের,

এই পথ চলা হয় অন্ধের গলিতে

সফলতা আসে মাত্র কজনের।

পূর্ববর্তী নিবন্ধতোমার শহরেই
পরবর্তী নিবন্ধপাবার সাধ