পরিবহণ শ্রমিকদের জামিন নামঞ্জুর

উত্তর চট্টগ্রামের ২৫ রুটে ফের অবরোধ

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ২:৫৮ অপরাহ্ণ

চুয়েটে বাস ভাংচুরের প্রতিবাদে রবিবার ধর্মঘট চলাকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বিআরটিসির বাস ভাঙচুর করে পরিবহন শ্রমিকদের একাংশ। এ অভিযোগে ৫ পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। ধর্মঘট প্রত্যাহারে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক চলাকালে শ্রমিক নেতাদের দাবি ছিল আটক শ্রমিকদের মুক্তি দেওয়ার। তবে আটক শ্রমিকদের জামিন না মঞ্জুর হওয়ায় দুই পার্বত্য জেলা-রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের ২৫ টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের অধীন উত্তর চট্টগ্রাম পরিবহণ শ্রমিক ইউনিয়ন।এর ফলে ভোগান্তিতে পরেছেন এ রুটের যাত্রীরা।
এর আগে চালকদের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়ে ১২ ঘণ্টা পর প্রত্যাহার করে নেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পূর্ববর্তী নিবন্ধসোনাইছড়ি খালের মাটিখেকোকে ৫০ হাজার জরিমানা
পরবর্তী নিবন্ধকুতুব‌দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান