চকরিয়ার দুই ইউনিয়নে রোহিঙ্গা ভোটারের তালিকা চায় হাই কোর্ট

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার দুটি ইউনিয়নে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছে হাই কোর্ট। গতকাল সোমবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়। স্থানীয় আব্দুল ওয়াহেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মোজাহিদুল আওয়াল নুরী (রাজীব) এ রিট আবেদন করেন। আদালতে তিনিই আবেদনের পক্ষে শুনানি করেন। খবর বিডিনিউজের।

অ্যাডভোকেট মোজাহিদুল আওয়াল নুরী বলেন, কৈয়ারখালি ও খুটাখালী ইউনিয়নে কতজন রোহিঙ্গার নাম ভোটার তালিকায় উঠেছে তা জানতে চেয়ে তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মের মধ্যে এ তালিকা আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউৎপাদন বন্ধের শঙ্কা, বৃষ্টির ওপর নির্ভর করছে পরিস্থিতি
পরবর্তী নিবন্ধঅপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গোলাগুলি, কক্সবাজারে কৃষক নিহত