সৌদি আরবে ৭ তলা ভবন থেকে পড়ে মহেশখালীর যুবকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

পরিবারে আর্থিক সচ্ছলতার আশায় ঘরে নববিবাহিত স্ত্রী রেখে সৌদি আরবে গিয়ে আর ফিরে আসা হলো না মহেশখালীর প্রবাসী মো. রাসেলের। দেখা হলো না নববিবাহিত স্ত্রীর কোলে আসা ছয় মাসের সন্তানের মুখ। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সৌদি আরব সময় সকাল সাড়ে আটটায় আবাহা জেলার আল নামাস এলাকায় নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে মারা যায় সে। নিহত মো. রাসেল (৩৪) মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহির পাড়া গ্রামের মো. খাইরুল আমিনের পুত্র। সৌদি আরবে ঘটনাস্থলে থাকা নিহতের সহকর্মী প্রবাসী মহেশখালির হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের মৃত নুরুল হকের পুত্র রুহুল কুদ্দুস জানান, নিহত মো. রাসেল আমাদের সাথে একই বিল্ডিংয়ে বসবাস করত।

গত বছর দেশে গিয়ে বিয়ে করে ৫/৬ মাস পরে আবার প্রবাসে চলে এসেছে। ৬ মাস পূর্বে তার নববিবাহিত স্ত্রীর কোলজুড়ে আসে একটি সন্তান। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আল নামাস এলাকার ৯ তলা একটি ভবনে মেশিন দিয়ে বালি তোলার কাজ করছিল রাসেল। এসময় অসাবধানতাবশত সাত তলা থেকে পড়ে মারাত্মক আহত হয় সে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন তার লাশ হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশটি দেশে পাঠানোর ব্যবস্থা চলছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় পিকআপের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৭টি বেহুন্দী জাল ও একটি চরঘেরা জাল জব্দ