সীতাকুণ্ডে ১৭টি বেহুন্দী জাল ও একটি চরঘেরা জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বেহুন্দি, চরঘেরা ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মুলে অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ফৌজদারহাট ঘাট, সলিমপুর ঘাট, সন্দ্বীপ চ্যানেলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। এসময় ১০টি বেহুন্দী জাল এবং ৭ টি চিংড়ি পোনার জাল এবং ১টি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার আবদুল মোতালেব, কুমিরা নৌপুলিশের এ এস আই মো. রায়হান উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে ৭ তলা ভবন থেকে পড়ে মহেশখালীর যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্কাউটস হাটহাজারী উপজেলার ত্রি বার্ষিক কাউন্সিল