সোনার বাংলা প্রতিষ্ঠায় ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা গত ২৯ মার্চ স্থানীয় চরচাক্তাই কিন্ডারগার্টেন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক শামসুল আলম সাদিবের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ইরফান উদ্দিন তাসকিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ওয়াহেদ রাসেল। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ওমর ফারুক সুমন, ইসলামীয়া কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মুকিত ।
বক্তব্য রাখেন বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হৃদয়, ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম সম্রাট, বোরহান উদ্দিন, নায়েব আলী সালাম, সদস্য মোঃ জুয়েল, শরীফ, নাসির হোসেন, আরিফ, রফিক, সোহাগ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না।
এখনও দেশের ভিতরে-বাইরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা নিয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি : মমতা
পরবর্তী নিবন্ধমাঠ জুড়ে সূর্যমুখির আলো