‘সেই থেকে ব্রাজিলে আটকে আছি’

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছে বিশ্ববাসী। প্রিয় দলের সমর্থনে সরব ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ফুটবল বন্ধনায় মত্ত নেটিজেনরা। শোবিজ অঙ্গনের তারকারাও তার ব্যতিক্রম নন। বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের ভক্ত কীভাবে হলেন আসাদুজ্জামান নূর? প্রশ্নের উত্তরে এই শিল্পী বলেন, আমরা যখন ছোট তখন টিভি-রেডিও ছিল না।

তাই ছোটবেলায় বিশ্বকাপের খবর পেতাম না। একটু বড় হয়ে পত্রিকা পড়ার অভ্যাস হয়ে যায়। পত্রিকায় বিশ্বকাপের খবর পড়তে পড়তে পেলের ভক্ত হয়ে যাই। পেলের ভক্ত বলেই ব্রাজিলের ভক্ত হয়েছি। আর তখন থেকে এই ব্রাজিলে আটকে আছি আর নড়াচড়া হয়নি। এখনো ফুটবল খেলা দেখেন আসাদুজ্জামান নূর।

ফুটবলের খবর দেখেন তিনি। এবারের বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন আসাদুজ্জামান নূর। তার ভাষায় বিশ্বকাপে বেশ ভালো লড়াই হবে। কেউ কাউকে ছাড় দেবে বলে মনে হচ্ছে না।

একদিকে ব্রাজিল-আর্জেন্টিনা, অন্যদিকে ইংল্যান্ড-ফ্রান্স-জার্মানি তো আছেই। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে যাওয়া ছাড়া উপায় নেই জায়েদের : ইলিয়াস কাঞ্চন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.১৪ কোটি টাকা