সুবিধাবঞ্চিত শিশুরাও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখতে পারে

পাহাড়তলীতে জেলা প্রশাসক

| বুধবার , ২৫ মে, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখতে পারে। যার অনন্য উদাহরণ আবুল হাসেম হাসিব। গতকাল মঙ্গলবার পাহাড়তলী বার কোয়াটার আঞ্জুমান ভবনে শিশুস্বর্গ প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিসি এ মন্তব্য করেন।

মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস প্রতিযোগিতায় শিশুস্বর্গ প্রতিষ্ঠানের আবুল হাসেম হাসিব স্বর্ণপদক লাভ করায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের মহাসচিব ও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মোছা. মাহফুজা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাপুচিনু। প্রধান অতিথি স্বর্ণপদক লাভ করা এই প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিশু আবুল হাসেম হাসিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি সমাজের অবহেলিত বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা শিশুস্বর্গ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর জেসমিন আরা। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, ট্রেজারার শহিদুল ইসলাম, একাউন্টস অফিসার রেজাউল করিম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরহাদ হোসেন, প্রোগ্রাম অফিসার ইয়াকুব আলী সুজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ১৮ শিশুসহ নিহত ২১