সীমা গ্রুপের পরিচালক সান্টুর জামিন হয়নি

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার সীমা গ্রুপের পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন হয়নি। গতকাল রবিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত১ বিচারক জিহান সানজিদার আদালত তাঁর জামিন না মঞ্জুর করেন। আগামী মঙ্গলবার পুনরায় আদালতে তোলা হবে তাকে।

গত শুক্রবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) নেতৃবৃন্দ ও শিল্প পুলিশের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেই বৈঠকে শিল্প পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। কিন্তু রবিবার জামিনের জন্য আদালতে তোলা হলেও জামিন না পাওয়ায় ব্যবসায়ীরা আশাহত হয়েছেন।

বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সদস্য মাস্টার আবুল কাসেম বলেন, শিল্প পুলিশ পারভেজের কোমরে দড়ি বেঁধে ব্যবসায়ীদের ছোট করেছে। বিষয়টি তারা তুলে ধরেছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে দুঃখ প্রকাশও করেছে। আমরা আশা করেছিলাম আজ রবিবার (গতকাল) জামিন হবে। কিন্তু জামিন হয়নি।

পূর্ববর্তী নিবন্ধআউটার স্টেডিয়ামের চারপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিশু কিশোর নাট্য উৎসব আজ শুরু