বঙ্গবন্ধু শিশু কিশোর নাট্য উৎসব আজ শুরু

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

জাতীয় শিশু দিবস ও বিশ্ব শিশু নাট্য দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে দুই দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। আজ বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, লায়ন মোহাম্মদ ইমরান, বিজিএমইএর সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর। দুই দিনব্যাপী নাট্য উৎসবের প্রথমদিনে মঞ্চ নাটক পরিবেশন করবে অনন্য থিয়েটার, বাওয়া স্কুল ও কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও আবৃতি ও নৃত্য অনুষ্ঠানের আয়োজনও থাকছে উৎসবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীমা গ্রুপের পরিচালক সান্টুর জামিন হয়নি
পরবর্তী নিবন্ধস্নাতক হলেন সাকিব আল হাসান