সীতাকুণ্ডে চোরাই মোটরসাইকেলসহ আটক দুই

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চোরাই মোটর সাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সদর থানার মালিবাড়ি ইউনিয়নের মসজিদের পাড় এলাকার মোহাম্মদ আলীর পুত্র জয়নাল আবেদীন (৩০) ও সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের জাকির আহম্মদের পুত্র মো. সোলাইমান (২০)। পুলিশ জানায়, গত ১০ মার্চ তোকাম্মেল হোসেন নামের এক ব্যক্তির ভাড়া ঘরের তালা ভেঙ্গে তার মোটর সাইকেল চুরি হয়। পরদিন তিনি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় ও সোর্সদের দেওয়া তথ্য অনুযায়ী জয়নাল আবেদীনকে কুমিরায় তার ভাড়া ঘর থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে জয়নাল মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাইকৃত মোটর সাইকেলটিসহ মো. সোলাইমানকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, চুরির ঘটনায় তাদের সাথে আরো কয়েকজন জড়িত ছিল। এরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। বাকিদের আটকের চেষ্টা চলছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমহাশিশুর জন্মদিনে হৃদয়ের অর্ঘ্য
পরবর্তী নিবন্ধলক্ষ গানের একটি সুর