লক্ষ গানের একটি সুর

কানিজ ফাতিমা | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

নিকেল করা বিকেল বেলায় শঙ্খ নদীর তীরে
ঝিনুকের ঘর পাড়ায় দেখি মনি মুক্তার ভীড়ে
ঈগল পুরুষ হয়ে তিনি রাজকুমারের বেশে
শান্ত কাতর ডানা মেলেন সোনার বাংলাদেশে।

দিকের থেকে দিগন্তে ওই যায় যে দেখা তাঁকে
পথের শেষে বটের পাতায় কিংবা পাখির ঝাঁকে
আলোর সিঁড়ি সেজে তিনি জ্যোৎস্না হয়ে নামেন
সবুজের ঠিক লালে এসে বীরের বেশে থামেন।

মেঘের বুরুজ ভেঙে কভু দৈত্য দানব এলে
রাত্রি জাগেন দেন পাহাড়া বীর রমনীর ছেলে
পাহাড় সেজে দাঁড়ান তিনি আগুন দানা চোখে
লেজ গুলিয়ে পালায় তখন হানাদারের লোকে।

তাঁর পাহাড়ায় নীরব ঘুমায় শান্ত নগর পাড়া
ভয়ের চোটে যায় পালিয়ে সকল প্রেতাত্মারা।
বজ্রকন্ঠের বীর মুজিবুর মুখে ফোটান হাসি
লক্ষ গানের একটি সুর আজ মুজিব ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চোরাই মোটরসাইকেলসহ আটক দুই
পরবর্তী নিবন্ধশুভ জন্মশত