এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুফি দরবেশদের মাধ্যমে। আর সুন্নিয়ত পুনর্জাগরণ গঠিয়েছেন শাহেন শাহে সিরিকোটি (রা.)। গত মঙ্গলবার গাউসিয়া কমিটি বাংলাদেশ নবগঠিত পাঁচলাইশ থানার পরিচিতি ও সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন পাঁচলাইশ থানা শাখার নব দায়িত্বপ্রাপ্ত আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন। সদস্য সচিব মোহাম্মদ দস্তগীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা, এ্যাড. এনামুল হক, ৮নং ওয়ার্ড সভাপতি ইয়াকুব চৌধুরী, ৭নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর সদ্দার, মোহাম্মদ কায়েস খতিবী, মোহাম্মদ হামিদ, হায়দার আলী, মাওলানা কাসেম রেজা নঈমী, মোহাম্মদ হানিফ সওদাগর, ইফতেকার হোসেন কানন, রায়হান উদ্দিন ফারুকী, আমিনুল ইসলাম আসিফ, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।