সিএসইতে ৩৬.৫৬ লাখ শেয়ার হাতবদল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৭.৩৫ কোটি টাকা। মোট ২,৯২১টি লেনদেনের মাধ্যমে মোট ৩৬.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৪৭৩.৭৬ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ০.২৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০১.৮৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৬.৭৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১১.৩৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫৯৪.০৪ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,৭১৯.৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৮,৪৯২.২৮ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪২টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

পূর্ববর্তী নিবন্ধযুগ্ম সম্পাদকে দুই পুরানোর সাথে এক নতুনের লড়াই কোষাধ্যক্ষ পদে লড়াইটা যেন একেবারে মুখোমুখি
পরবর্তী নিবন্ধকাশ্মীরে ঘন জঙ্গলে সংঘর্ষ, ৪ ভারতীয় সেনা নিহত