সিএসইতে লেনদেন ১৫.১৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৫.১৮ কোটি টাকা। ৩,২৭৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৮.০০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৩.৭৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৯৯৯.৫২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৫.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩৭.৮৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৩.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫৩.৩২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৪.৩১ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,৩৮০.৪৬ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৩৮,১০৪.১৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,২৯৫.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৩ টির, কমেছে ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টির।

পূর্ববর্তী নিবন্ধশিরোপা লড়াইয়ে থাকল ব্রাদার্স
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার আতঙ্কে নেতানিয়াহু, আইসিসির ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র