কাশ্মীরে ঘন জঙ্গলে সংঘর্ষ, ৪ ভারতীয় সেনা নিহত

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাজি মলের ঘন জঙ্গলে ভয়াবহ সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত পাওয়া খবরে এক সেনা কর্মকর্তা এবং তিনজন সৈন্য নিহত হয়েছেন। খবর বাংলানিউজের।

প্রতিবেদন জানিয়েছে, গোয়েন্দা তথ্য আসে বাজি মলের জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে ওই জঙ্গলে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল এবং জম্মুকাশ্মীর পুলিশ। ঘটনাস্থলে পৌঁছতেই সন্ত্রাসীরা প্রতিরোধ করলে সংঘর্ষ বাঁধে। বুধাল তহসিলের গুল্লারবহরোতে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে এই সংঘর্ষ চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই সন্ত্রাসীকে ঘিরে রেখেছে যৌথবাহিনী। এছাড়া কালাকোট এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মূলত বাজি মলের জঙ্গলে এনকাউন্টার মিশন চলছে এ যৌথবাহিনীর।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ৩৬.৫৬ লাখ শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধনজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি উত্তর কোরিয়ার