প্রিমিয়ার ক্রিকেট লিগে আবারো হেরেছে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আগের ম্যাচে চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল পাইরেটস অব চিটাগাং। যদিও শিরপো লড়াই থেকে তারা আগেই ছিটকে গেছে। তবে ধীরে ধীরে চেনা রূপে আবির্ভুত হচ্ছে পাইরেটস। গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে একরকম উড়িয়ে দিয়েছে পাইরেটস অব চিটাগাং। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানকে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাইরেটস অব চিটাগাং। লিগে এটি পঞ্চম জয় পাইরেটসের। ১৫ পয়েণ্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম স্থানে। অপরদিকে ৮ ম্যাচে এক জয় নিয়ে নবম স্থানে মোহামেডান।

সকালে টসে জিতে ব্যাট করতে নামা পাইরেটস অব চিটাগাং শুরুটা খুব একটা ভাল করতে পারেনি। ৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ৫৪ রানে হারায় দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন সাদ্দাম এবং মাইনুদ্দিন রুবেল। ৪১ রান করে ফিরেন রুবেল। শুরুতে ইফরান হোসেনের আঘাতের পর মাঝখানে শামীরজসিমদের ঘূর্ণির মুখে পড়ে ১৪৬ রানে ৭ উইকেট হারায় পাইরেটস অব চিটাগাং। সেখান থেকে ঘুরে দাঁড়ায় পাইরেটস শাহাদাতের ব্যাটে। তারই দুর্দান্ত ব্যাটিং এর সুবাধে এক সময় দুইশ রান করতে পারবে কিনা শংকায় থাকা পাইরেটস শেষ পর্যন্ত ২৯৫ রানে গিয়ে অল আউট হয়। তখনো এক বল বাকি ছিল। শাহাদাত হৃদয় ৬৯ বলে করেন ৯৩ রান। এছাড়া দলের পক্ষে রোকন ১৩, তওসিফ ১৯, মাইনুদ্দিন রুবেল ২৭, ওমর হাসান ২০, মোঃ রুবেল ১০, মিনহাজ নুর ২৩ এবং সাজিদ আবদুল্লাহ করেন ১৭ রান। মোহামেডানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ইফরান হোসেন, শামীম মিয়া, মোঃ জসিম এবং আবু হাশিম। ২৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার ২৮ রান যোগ করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে ছয় নাম্বারে ব্যাট করতে নামা ইশতিয়াক হোসেন প্রতিরোধ গড়লেও ততক্ষণে শেষ হয়ে গেছে সব আশা। বড় হারের লজ্জা নিঃশ্বাস ফেলছিল তখন মোহামেডানের ঘাড়ে। ইশতিয়াক হোসেন ৫৩ রান করলেও তার পরের কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে যেতে পারেনি। ফলে ৩৭ ওভারে ১৩৯ রানে অল আউট হয় মোহামেডান। দলের পক্ষে ইশতিয়াক ছাড়া জসিম ২০, সাব্বির ১২ এবং শামীম মিয়া করেন ২০ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন শুভাগত হোম। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন সাজিদ আবদুল্লাহ, শাহাদাত হোসেন এবং মোঃ রুবেল। আজকের খেলায় মুখোমুখি হবে শহীদ শাহজাহান সংঘ এবং ফ্রেন্ডস ক্লাব। খেলাটি শুরু হবে সকাল ৯ সটায়।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচেও হেরে গেল বাংলার নারীরা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.২৭ কোটি টাকা