সিএসইতে লেনদেন ৯.৯৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৯.৯৯ কোটি টাকা। ৫,০০১টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৪.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৫৭৯.৮৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮১.৬১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৭.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৪.৯৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৮.১৫ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,১৩৪.৮০ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১২,৬০৫.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৩,৩৭৩.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৬টির। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধপাকিস্তানে চীনা প্রকৌশলীদের ওপর আত্মঘাতী হামলা, নিহত ৬