সিএসইতে লেনদেন ১৮.০৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৮.০৫ কোটি টাকা । মোট ৬,০১৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৯.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১৫.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,২৪৪.৫১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৮.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৭.৩২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৮.৩৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৬৬.৮১ পয়েন্ট কমেছে আজ, যা হলো ৩,৩৭৬.৬৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৬,৬১৮.১৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪১,৯৭৬.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির, কমেছে ১৫৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টির।

পূর্ববর্তী নিবন্ধকক্ষ বরাদ্দ নিয়ে কর্মকর্তাদের মাঝে চলছে মান অভিমান
পরবর্তী নিবন্ধইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের