ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

| শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:০৯ পূর্বাহ্ণ

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিবিসি জানায়, ইরানের ড্রোনের ইঞ্জিন উৎপাদনের সঙ্গে জড়িত ১৬ ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িতদের পাশাপাশি ৭ ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ছয়টি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করছে। ইরানের ওপর আগে থেকেই এই দুই দেশের আরোপিত শত শত নিষেধাজ্ঞা আছে। খবর বিডিনিউজের।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে গত শনিবার ইসরায়েলে ৩০০’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। কনস্যুলেটে হামলার জন্য ইরান ইসরায়েলকে দোষারোপ করেছে। শনিবার রাতে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশ ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.০৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধস্ত্রীকে কারাদণ্ড দেওয়া নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে ইমরানের হুমকি