সিএসইতে লেনদেন ১৪.০৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪.০৭ কোটি টাকা। ২,৫৯১ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৪.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,৬১৪.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.১৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৯.১৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮৪.৯২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৭.৯৭ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,৫১২.৪৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৪,৩৮০.৩২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৩,৫২৪.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৭ টির, কমেছে ৬৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

পূর্ববর্তী নিবন্ধষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষে আবাহনী, দ্বিতীয় মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধমিয়ানমারের রাজধানীর সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা